বার্তাসম্পাদক,মো:রফিকুল ইসলাম লাভলু।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে রংপুরের পীরগাছায় জমিসহ ঘর পাচ্ছেন ১০জন ভূমিহীন পরিবার।উপজেলারতাম্বুলপুর ইউনিয়নের ভক্তের বাজার সংলগ্ন এলাকায় নানা রঙে রঙ্গিন এসব ঘর মঙ্গলবার হস্তান্তর করা হবে।সারা দেশের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর ঘরের দলিল ও চাবি পাবেন ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবার।আজ রোববার সাংবাদিকদের এসব বিষয়ে ব্রিফিং করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।বিকেলে তার দপ্তরে এই ব্রিফিং করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে,মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ে পীরগাছা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি,ঘর এবং জমির মালিকানা নামজারি কবুলিয়ত দলিল হস্তান্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার উদ্বোধনের পর এসব ঘর হস্তান্তর করা হবে।ঈদের আগেই ভূমিহীনরা ঈদ উপহার হিসেবে পাবেন এসব ঘর।দুই লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যায়ে প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে।সারা দেশের মত নানা রঙে রঙ্গিন এসব ঘর আধুনিক ও মান সম্মত।এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পীরগাছা উপজেলায় ২৬০টি পরিবার ঘর ও জমি পেয়েছেন।ব্রিফিংয়ে ইউএনও আরো জানান,তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে এ উপজেলার জন্য আরো ১১০টি ঘর বরাদ্দ পাওয়া গেছে।যা অতিদ্রুত কাজ শুরু করা হবে।এসময় পীরগাছা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক মুন্সি,সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু,এম খোরশেদ আলম,অনলাইন নিউজ পোটাল দৈনিকতোকদারনিউজ ডট কম এর,নিউজএডিটর:মো:লিমনতোকদার সহ অন্যানও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।