অনলাইনডেস্ক:-নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এর:নিউজইডিটরওপ্রতিষ্ঠাতা:
মোঃ মোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-
সংযুক্ত আরবআমিরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে নেইলেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল,ভারতীয় দলের নিয়মিত মুখ চাহালকে বিশ্বকাপের স্কোয়াডে না দেখে অবাক হয়েছেন অনেকেই।চাহালকে নিয়ে এবারে নিজের মতামত জানালেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির।
ইমরান তাহির।ফাইল ছবি
চাহালকে দারুণ বোলার বলার পাশাপাশি তাকে বিশ্বকাপে ভারতের স্কোয়াডেও দেখতে চেয়েছিলেন তাহির।তাহিরের মতে,চাহাল দারুণ একজন বোলার।আমি ব্যক্তিগতভাবে তাকে এবারের বিশ্বকাপে দেখতে চেয়েছিলাম।কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে দলে জায়গা পায়নি।দুনিয়ার সব লেগস্পিনারেরই দারুণসব বৈচিত্র্য আছে।শুধু গুগলি এবং লেগ ব্রেকের কথাই বলছি না।টপ-স্পিনার,ফ্লিপার, স্লাইডারের মত ডেলিভারির কথাও এক্ষেত্রে বলা যায়।
তাহিরের মতে,ক্রিকেট খেলায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন লেগ স্পিনাররা।চলমান বিশ্বকাপে আদিল রশিদ,রশিদ খান, তাবরাইজ শামসীদের মত লেগিদেরকে ভালো করতে দেখে দারুণ উচ্ছ্বসিত তাহির।
তাহির জানান,লেগ স্পিনাররা বেশ বড় ভূমিকা রাখছে। ব্যাটাররা দশ বছর আগে যেভাবে খেলত এখন সেভাবে খেলতে পারছে না।এর কৃতিত্ব স্পিনারদের এবং ফিল্ডারদের। লেগ স্পিনাররা দারুণ গুরুত্বপূর্ণ এবং তা অবশ্যই দুর্দান্ত বিষয় যে শামসী,আদিল,রশিদরা বিশ্বকাপে নিজেদের জাদু দেখাচ্ছে।নিজেদের দেশকে তারা গর্বিত করছে।
এবারের বিশ্বকাপে ফাইনালিস্ট হিসেবে তাহির বেছে নিয়েছেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে, দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ দারুণ শক্তিশালী এবং এখন যা মনে হচ্ছে পাকিস্তানকে হয়ত কেউই থামাতে পারবে না।আমি তাদেরকেই ফাইনালে দেখছি।
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০টি টেস্ট, ১০৭টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন তাহির।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।