অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারায়ণগঞ্জের সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি)র উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৩০ডিসেম্বর)সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি হয়।
এর আগে গত ২৮ডিসেম্বর এই প্রশিক্ষণের শুরু হয়।প্রথমদিন ২৮ ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে ছিলেন পিআইবির পরিচালক,অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং সিনিয়র সাংবাদিক ইফতেখার মাহমুদ।দ্বিতীয় দিন ২৯ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক,অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী এবং ড্যাফেডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো:জামিল খান।
সেই সাথে তৃতীয় দিন ৩০ডিসেম্বর প্রশিক্ষক ও রিসোর্সপার্সন হিসেবে হিসেবে ছিলেন পিআইবির পরিচালক,অধ্যয়ন ও প্রশিক্ষণ মিজ সুলতানা রাব্বী ও এএফপি ফ্যাক্টচেক বাংলাদেশ এডিটর কদরুদ্দীন শিশির এবং পিআইবির মহাপরিচালক মো:ফারুক ওয়াসিফ।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।