অনলাইনডেস্ক:-www.tokdernews.com আমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল।এবারের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি বাংলাদেশ।
ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাতে যাবে কান্তিপুর ম্যাক্স ইউটিউব লেখায় ক্লিক করুন :-
কান্তিপুর ম্যাক্স এইচডি ইউটিউব চ্যানেলে।
এদিকে,বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন।
সেমিফাইনালে খেলেছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা।ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।
২০২২সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল।ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন।সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না।বদলি হিসেবে খেলান কোচ বাটলার।
অন্যদিকে,নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেলেছে। তবে এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেননি হিমালয় কন্যারা।বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চান তারাও।
গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি।এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের।তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।
নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে,বাংলাদেশ ৭-১গোলে ভুটানকে উড়িয়ে দেয়।
ফাইনালে বাংলাদেশ একাদশ:-রুপনা চাকমা,মাসুরা পারভিন,শিউলি আজিম,আফিদা খন্দকার,শামসুন্নাহার সিনিয়র,মারিয়া মান্দা,মনিকা চাকমা,সাবিনা খাতুন,তহুরা খাতুন,ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।