অনলাইনডেস্ক:-www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গায় চলছে প্রতিমা বিসর্জনের পূর্ব। বিজয় দশমীতে সিঁধুর খেলা এবং দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা।পঞ্চম দিনে মর্ত্যলোক থেকে বিদায় নিবেন দেবী দুর্গা।
রবিবার বিকাল থেকে রাজধানীর বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নান ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।একই সাথে ওয়াজ ঘাট,তেলঘাট সহ বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন চলছে।
এদিন,বিকেল থেকেই ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আসতে থাকে ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাট সহ আশেপাশের ঘাটে।ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা।বিষাদ-আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছেন বক্তরা।
প্রতিমা বিসর্জনকে ঘিরে তৎপর রয়েছে পুলিশ,র্যাব,সেনাবাহিনীর,নৌ-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট,ক্রাইম সিন টিম ও সোয়াট দলের সদস্য,সাদা পোশাকে সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে দুপুর ২টা থেকে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি,খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্যদিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা তীরের বিনাস্মৃতি স্নানঘাটে আসেন পূণ্যার্থীরা।ঢাকার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ হাজারো মানুষের শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গা তীরে আসে।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।