অনলাইনডেস্ক:-www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
বগুড়ার শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা।এসময় তাদের নিকট থেকে একাধিক পত্রিকার ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।এছাড়া ওই সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের আরো চার সদস্য পরিস্থিতি বেগতিক দেখে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শেরপুর থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে।উপজেলার খানপুর ইউনিয়নের শুভলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা:ফারজানা ইসলাম বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
আটক ব্যক্তিরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার মারিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল হালীম(৪০),বগুড়া সদর উপজেলার শিববাটি গ্রামের রোস্তম সেখের ছেলে মোক্তার সেখ(৩৯)ও শেরপুর শহরের উত্তরসাহাপাড়া মহল্লার সিরাজ উদ্দিন খানের ছেলে রায়হান পারভেজ কমল(৩৯)।মামলায় আটক ওই তিনজন ছাড়াও উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী ঘুটুবটতলা গ্রামের মাসুদ রানাসহ (৩০)অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এসএম রেজাউল করিম রেজা জানান,এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে।আটককৃতদের মঙ্গলবার দুপুরে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এছাড়া ওই ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।