অনলাইনডেস্ক:- আগামী ৭জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।এই নির্বাচনে সরকারের সুবিধাভোগী সোয়া তিন কোটি ভোটারের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।
রিট আবেদনে ভোটারের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের উৎসাহিত করা যাবে না মর্মে যে বিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন সেটি বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব,নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
সোমবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড.বশির আহমেদ এ রিট আবেদন দায়ের করেন।
ড.বশির আহমেদ রিট দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হাইকোর্টের বিচারপতি মো:ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে।
আইনজীবী ড.বশির আহমেদ বলেন,কমনওয়েলভুক্ত অনেক দেশে নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগকে বাধ্যতামূলক করার বিধান রয়েছে।আমেরিকার দুটি অঙ্গরাজ্যে ভোট দেওয়ার বাধ্যতামূলক বিধান চালু রয়েছে।বাংলাদেশ কমনওয়েলভুক্ত দেশ।এই দেশেও সরকারের সুবিধাভোগী নাগরিকদের ভোটদানে বাধ্যতামূলক করা প্রয়োজন।এ কারণে রিট দায়ের করেছি।তিনি আরও বলেন,সরকারের সরাসরি সুবিধাভোগী ২কোটি ৭৫লাখ ভোটার রয়েছে।এছাড়া আধা সরকারি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী মিলে মোট সোয়া ৩কোটি ভোটার রয়েছে।রিটে ভোটকেন্দ্রে এসব ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছি।
Copyright © 2015-2024 – tokdernews.com
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।