অনলাইনডেস্ক:- আবার ক্ষমতায় এলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।এমনকি এর কাজও চলমান রয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এ তথ্য জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
গত ১৫বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,দেশে পত্রিকার সংখ্যা তিন হাজার ২৪১টি।৩৩টি বেসরকারি টিভি চ্যানেল,২৩টি এফএম বেতার এবং ১৮টি কমিউনিটি বেতারকেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে।সাংবাদিকরা যাতে নির্যাতন,ভয়ভীতি-হুমকি,মিথ্যা মামলার সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে।
সাইবার নিরাপত্তা আইন ২০২৩অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা ও তথ্য সংরক্ষণ করা হবে এবং অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি।সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া চলমান উল্লেখ করে শেখ হাসিনা বলেন,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় সাংবাদিকদের আর্থিক ও চিকিৎসা সহায়তাকে আরও সম্প্রসারণ করা হবে।
Copyright © 2015-2023 tokdernews.com
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।