ময়মনসিংহপ্রতিনিধি:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)।
বৃহস্পতিবার ইসিতে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০নভেম্বর বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।পরবর্তীতে গত ৪ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা।
সেলিমা বেগম সালমা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।