অনলাইনডেস্ক:- কুমিল্লা নগরীতে একটি প্রতিষ্ঠান ৮৫টাকায় পিয়াজ বিক্রি করছে।নগরীর চকবাজারে দুই দিন ধরে ক্রেতারা লাইন ধরে পিয়াজ কিনছেন।
এতে নগরীতে পিয়াজের দাম কমতে শুরু করেছে,সিন্ডিকেট ভাঙতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ব্যবসায়ীদের একটি পক্ষ।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে,৮৫টাকা ধরে বুধবার মাইকিং করে বিক্রি হয়েছিল প্রতি কেজি দেশি পিয়াজ।কম দামে পেঁয়াজ পেয়ে লাইন ধরে কিনেছেন স্থানীয়রা।বৃহস্পতিবারও নগরীর চকবাজারের শাহপরান স্টোরের সামনে এই দৃশ্য দেখা গেছে।
শাহপরান স্টোরের পরিচালক মো:লিটন বলেন,বুধবার ৮৫টাকা দরে একদিনে ১০টন পিয়াজ বিক্রি করলাম।আজও চেষ্টা করছি।কম লাভে বেশি বিক্রি হলে লোকসানের আশঙ্কা থাকে না।
ক্রেতা মো:শহিদুল্লাহ চকবাজারের শাহপরান স্টোর থেকে পাঁচ কেজি পিয়াজ ক্রয় করেছেন।তিনি বলেন,প্রথম ভেবেছিলাম এগুলো ভালো হবে না।এসে দেখি ভালো পিয়াজ,অন্য দোকান গুলোতে দেখলাম পিয়াজ খুচরা প্রতি কেজি ১০০থেকে ১২৫টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো:পারভেজ বলেন,যেন কোন সিন্ডিকেট কুমিল্লার বাজারে পিয়াজ নিয়ে কারসাজি করতে না পারে তাই আমাদের এই উদ্যোগ।এছাড়া এতে আমাদের দেশের চাষিদের উৎসাহিতও করা হলো।এই উদ্যোগে সহযোগিতা করেছেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশরাফসহ অন্যান্যরা।
ব্যবসায়ীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো:আছাদুল ইসলাম।তিনি বলেন,তাদের এই উদ্যোগে অসাধু ব্যবসায়ীরা সুবিধা লুটতে পারেনি।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।