অনলাইনডেস্ক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের নৌকা প্রতীকের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন।তিনি জনগণের সেবা করবেন।
শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি।তারা তো সরাসরি দল করে না।ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে।আর সাকিব আল হাসান রাজনীতি করবেন,জনগণের সেবা করবেন।বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তিনি দাঁড়াতে পারেন।
রবিবারের মধ্যে আওয়ামী লীগের ৩০০আসনের প্রার্থিতা ঘোষণা করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।দলের সাধারণ সম্পাদক বলেন,নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে।বিজয়ী হতে পারেন এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ।মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে।একসঙ্গে ৩০০আসনে প্রার্থী ঘোষণা করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পেতে ঢাকা-১০,মাগুরা-১এবং মাগুরা-২আসনে দলটির মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।