অনলাইনডেস্ক:-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৭জানুয়ারি।
বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়াল এ তফসিল ঘোষণা করেন।
ভাষণে সিইসি জানান,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০নভেম্বর,মনোনয়নপত্র বাছাই ১থেকে ৪ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬থেকে ১৫ডিসেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ডিসেম্বর।রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ডিসেম্বর।নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।আর ভোটগ্রহণ হবে ২০২৪সালের ৭জানুয়ারি (রবিবার)।
তিনি আরও বলেন,নির্বাচনের ৬৬জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।