অনলাইনডেস্ক:- তীব্র শীতের বিদায় ঘণ্টা বাজার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ থেকে ক্রমশ বাড়বে দেশের তাপমাত্রা।যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।শনিবার(২১জানুয়ারি)আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো:মনোয়ার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান,গত ২৪ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।গতকাল সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৫.৬ডিগ্রি সেলসিয়াস।আজ সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৬.৫ডিগ্রি সেলসিয়াস।অর্থাৎ গত ২৪ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।একইসঙ্গে আগামী কয়েক দিনে দেশের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানান এ আবহাওয়াবিদ।
মনোয়ার হোসেন জানান,দেশের ২৩টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। ফরিদপুর,মাদারীপুর,গোপালগঞ্জ,রাজশাহী,পাবনা,নওগাঁ, সিরাজগঞ্জ,মৌলভীবাজার,রাঙ্গামাটি,ফেনী,চুয়াডাঙ্গা, যশোর,কুষ্টিয়া,বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী ২৪ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।