রংপুর:রংপুরের পীরগাছা উপজেলায় আছিয়া খাতুন(৭৯)নামে এক বৃদ্ধাকে ৫মিনিটের ব্যবধানে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
বুধবার(৮সেপ্টেম্বর)বেলা সাড়ে ১১টায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বৃদ্ধা আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।
বৃদ্ধা আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন,আমার শাশুড়ি ও স্বামীসহ সকাল ১১টার দিকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে কার্ড জমা দেয়া হয়।
কার্ড ফেরত দেয়ার পর টিকা নেওয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেয়।এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেয়া হয়েছে।আমার শাশুড়ী নিষেধ করার পরেও দ্রুত আবারও টিকা দেয়া সম্পন্ন করা হয়।
পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।
এবিষয়ে বৃদ্ধার ছেলে খোরশেদ আলম বলেন,মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছি।তবে ডাক্তাররা বলেছেন কোন সমস্যা হবে না।এখন মাকে নিয়ে বাড়িতে ফিরেছি।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃআবু আলহাজ্জাজ বলেন পরপর দুইবার টিকা নেয়া ওই বৃদ্ধাকে প্রায় এক ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
কোন সমস্যা হয়নি।সমস্যা হলে ওই সময়ের মধ্যেই হতো।যেহেতু কোন সমস্যা হয়নি তাই তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।