অনলাইন ডেস্ক:- দুদকের চাকরি হারানো শরীফ উদ্দিনকে প্রতি মাসে ২লাখ টাকা বেতনে চাকরির অফার(প্রস্তাব) দিয়েছে একটি এয়ারলাইন্স কোম্পানি।ওই কোম্পানির সিইও পদে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া শুধু এ এয়ারলাইন্স কোম্পানি নয়।আরও অনেক প্রতিষ্ঠান তাকে চাকরি দিতে চায়।এমনকি অনেকে চাকরির নিয়োগপত্র(জয়েনিং লেটার)দিয়েছেন শরীফকে।
শরীফ উদ্দিন বলেন,আমি ৩০টিরও বেশি কোম্পানিতে চাকরির অফার পেয়েছি।এর মধ্যে এয়ারলাইন্স কোম্পানি,বিদেশি নিরাপত্তা কোম্পানি,হোটেল ট্যুরিজম কোম্পানিও রয়েছে।এয়ারলাইন্স কোম্পানি মাসে দুই লাখ টাকা বেতনে তাদের প্রতিষ্ঠানের সিইও পদে নিয়োগের জন্য আমাকে জয়েনিং লেটারও দিয়েছে।
বুধবার(৯নভেম্বর)শরীফ উদ্দিন নিজে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চাকরি হারানোর পর আর্থিক অনটনে পড়েন শরীফ উদ্দিন।পারিবারিক সিদ্ধান্তে তিনি ভাইয়ের কনফেকশনারিতে কাজ শুরু করেন।এ নিয়ে গত ৬ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।এরপর বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব আসতে শুরু করে শরীফের কাছে।
কক্সবাজারের জমি অধিগ্রহণ প্রকল্পে ২২জন আমলা, তিনজন পুলিশ কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেওয়ার বিষয়টি কাল হয়ে দাঁড়ায় শরীফ উদ্দিনের। ২০২১সালের ১৬জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়।পরবর্তীসময়ে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি দুদকের চাকরি বিধিমালা ৫৪-এর ২ধারায় কমিশনের চেয়ারম্যানের একক ক্ষমতাবলে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।