নিউজএডিটর অনলাইন ডেস্ক:-মোঃলিমনতোকদার:- বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশস্থলে মারা গেছেন দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান(৪৫)।আজ শনিবার বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা।তিনি বলেন,গণসমাবেশে যোগ দিতে সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোস্তাফিজুর রহমান কাহারোল থেকে রংপুরে যান।৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।