মন্ত্রিসভা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২-এর খসড়ার বিষয়ে কিছু পর্যবেক্ষণসহ নীতিগত অনুমোদন দিয়েছে।আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠাবে।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।এর পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন,ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পূর্ণ ভিন্ন বিষয়।সরকারের অধীনে এনআইডি কার্যক্রম আসার পর প্রত্যেক নাগরিক জন্মের পরপরই একটি ইউনিক আইডি পাবেন।এরপর মৃত্যু পর্যন্ত একটি আইডিতেই সব কাজ করতে পারবেন।এনআইডি সরকারের অধীনে আসার পর নির্বাচন কমিশন চাইলে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ব্যবহার করে ভোটার তালিকা করতে পারবে।নির্বাচন কমিশন যদি চায়,নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা করবে,সেটাও করতে পারে।কারণ ভোটার তালিকা করার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।জাতীয় পরিচয়পত্র(এনআইডি)তৈরি ও বিতরণের কাজ করছে নির্বাচন কমিশন(ইসি)।এ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার আগেই নিয়েছে।আইন তৈরি এবং এরপর প্রয়োজনীয় পরিকাঠামো গঠন হওয়ার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইডি কার্যক্রম।আনোয়ারুল ইসলাম জানান,বিদ্যমান এনআইডি আইনে ৩২টি ধারা আছে।প্রস্তাবিত খসড়া আইনে ১৫টি ধারা করা হয়েছে।ফলে অনেক কিছু বাদ পড়ে গেছে। মন্ত্রিসভা এতে কিছু বিষয় সংযোজনের নির্দেশ দিয়েছে।বর্তমান আইনে ৬-৭টি অপরাধের জন্য আলাদা দণ্ড ছিল,কিন্তু মন্ত্রিসভায় প্রস্তাবিত আইনের খসড়ায় এর সবকটি এক করে ৭বছরের কারাদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে।মন্ত্রিসভার পর্যবেক্ষণ অনুযায়ী বিদ্যমান আইনে অপরাধসংক্রান্ত ধারাগুলো পৃথক রাখার কথা বলা হয়েছে।এ জন্য মন্ত্রিসভা বলেছে,আগের যে ৩২টি ধারা ছিল,সে অনুযায়ী করতে।আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ সংশ্নিষ্ট সবার সঙ্গে কথা বলে আইনটির খসড়া দাঁড় করাবে।এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন,যতক্ষণ পর্যন্ত আইন না হবে,ততক্ষণ পর্যন্ত এখন যেভাবে আছে,সেভাবেই এনআইডি কার্যক্রম চলতে থাকবে ইসির অধীনে।অফিস সময় পরিবর্তন প্রসঙ্গে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,অফিস সময় বাড়ানোর চিন্তা বা সিদ্ধান্ত এখনও সরকারের নেই।এ ছাড়াও মন্ত্রিসভায় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে স্বাক্ষরের জন্য দ্বিপক্ষীয় বিমান চলাচলসংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।জাতীয় বীমা দিবসকে খ শ্রেণি থেকে উন্নতি করে ক শ্রেণির দিবস ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।একই সঙ্গে মিথেন-বিষয়ক বৈশ্বিক অঙ্গীকারে বাংলাদেশের স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।মন্ত্রিপরিষদ সচিব বলেছেন,মিথেন অঙ্গীকারে ৫০টি দেশ স্বাক্ষর করেছে।এখন বাংলাদেশও করবে।আমদানির আগেই ভ্যাট-ট্যাক্স:সরকারিভাবে কোনো পণ্য বিদেশ থেকে আনার আগেই ভ্যাট ও ট্যাক্স পরিশোধের জন্য মন্ত্রিসভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান,ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই সচেতন থাকি না। সরকারি বিভিন্ন দপ্তর মালপত্র আনার সময় ইনকাম ট্যাক্স বা সিটি ভ্যাট পরিশোধ করে না।সে ক্ষেত্রে মালপত্র শিপিংয়ে আনলোড করা যায় না।আবার অনেক সময় আনলোড করলেও বন্দরে পড়ে থাকে।তখন প্রতিটি জাহাজকে ২০থেকে ৩০হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হয়।প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন,কেবিনেট সচিব সবাইকে নিয়ে বসে বিষয়টি সুরাহা করবেন।যাতে ইনকাম ট্যাক্স বা ভ্যাট যতটা দেওয়ার,তা আগেই সম্পন্ন হয়ে থাকে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।