ডিজেলের দাম নিয়ন্ত্রণে আগাম কর মওকুফ ও আমদানি শুল্ক ৫শতাংশ কমানো হয়েছে।রবিবার জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)ইস্যু করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।গত ৫আগস্ট রাত ১২টার পর থেকে ডিপোর ৪০কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪টাকা প্রতি লিটার,কেরোসিন ১১৪টাকা প্রতি লিটার,অকটেন ১৩৫টাকা প্রতি লিটার ও পেট্রোল ১৩০টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়।তার আগেভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০টাকা,কেরোসিন ৮০টাকা,অকটেন ৮৯টাকা ও পেট্রল ৮৬টাকা।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।