আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম)ভোটগ্রহণ চায় বিকল্প ধারা বাংলাদেশ।
মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন(ইসি)আয়োজিত সংলাপে অংশ নিয়ে এমন প্রস্তাবনা দেয় দলটি।
বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর(অব.)আবদুল মান্নানের নেতৃত্বে ১১সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।লিখিত বক্তব্যে মেজর(অব.)আবদুল মান্নান বলেন, বাংলাদেশের স্বাধীনতা লাভের পেছনে জনগণের অধিকার বঞ্চিত হওয়ার করুণ ইতিহাস রয়েছে।