বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিঠু মিয়া(১৮) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাঁর সঙ্গে থাকা ভাতিজি (৭)।
তার ভাতিজি অসুস্থ অবস্থায় বর্তমানে সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টার দিকে সুন্দরগঞ্জ-তারাপুর গংগার হাট (মাষ্টার পাড়া)নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,চালক মিঠু তার ভাতিজিকে নিয়ে গাড়ি চৈতন্য বাজারের দিক থেকে গংগারহাট তথা বাড়ির উদ্দেশ্যে রহনা দেয়।গাড়ির গতি বাড়িয়ে অন্য গাড়ি আরোহীকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ায় আনন্দে উৎফুল্ল হয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।নিহত মিঠু মিয়া পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের নিজপাড়া স্বজনতারা গ্ৰামের ছাত্তার মিয়ার ছেলে।মিঠু মিয়া নিজেই মোটরসাইকেলটি চালিয়েছিল। মোটরসাইকেলের গতি অনিয়ন্ত্রিত থাকায় রাস্তার ধারে থাকা সুপারির গাছে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এবং ঘটনাস্থলেই মিঠু মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়।কোন অভিযোগ না থাকায়,স্হানীয় ইউপি সদস্য মুচলেকা নিয়ে নিহত ব্যক্তিকে বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন। এবং অসুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।