ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের করণে পরাজয়ে শঙ্কিত মুমিনুলরা।প্রথম ইনিংসে ২৪রানে ৫উইকেট হারানো বাংলাদেশ,দ্বিতীয় ইনিংসে ২৩রানে ৪উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে।বৃহস্পতিবার চতুর্থ দিনের শেষ বিকালে ৩৪ রান তুলতেই টপঅর্ডার চার ব্যাটসম্যান তামিম ইকবাল,নাজমুল হোসেন শান্ত,মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কিত বাংলাদেশ।শুক্রবার শেষ দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম,লিটন দাস,সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা যদি দায়িত্বশীল ব্যাটিং করতে না পারেন তাহলে হার এড়ানো প্রায় অসম্ভব।এ ব্যাপারে সাকিব আল হাসান বলেন,দলকে বাঁচাতে গেলে আমরা যে ৬উইকেট আছি সবাইকে এখন অবদান রাখতে হবে।তা না হলে ম্যাচ বাঁচানো কঠিন।শুক্রবার প্রথম ঘণ্টায় ওরা ফুল অ্যাটাক করবে,খুবই স্বাভাবিক।আমরা হলেও একই কাজ করতাম। আমাদের এই চাপ সামলাতে হবে।লাঞ্চ পর্যন্ত যদি উইকেট না হারাই,একটা অবস্থানে আসার চেষ্টা করতে পারব।
তিনি আরও বলেন,এখন দলের যে পরিস্থিতি,সেঞ্চুরির চেয়ে ৩ঘণ্টা যদি ব্যাটিং করতে পারি…মুশফিক-লিটন যদি লাঞ্চ পর্যন্ত খেলতে পারে এবং আমি তারপর ৩ঘণ্টা ব্যাট করতে পারি,এটা সেঞ্চুরির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে।লাঞ্চের আগে ১উইকেটের বেশি পড়ে গেলেই আমরা খুব বাজে অবস্থায় থাকব।যখন দুই ব্যাটার সেট হয়ে যাবে তাদের আউট করা কঠিন।পেসাররা বড়জোর ৫-১০ওভারের স্পেল করতে পারবে।এই গরমে ওরা কতক্ষণ বল করতে পারবে?লাঞ্চের আগে সর্বোচ্চ ২০ওভার করতে পারবে।এই হুমকি সামলাতে পারলে আমাদের জন্য সহজ হয়ে যাবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।