নাটোরের বড়াইগ্রামে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে।এসময় আহত হয়েছে আরো অন্তত্য ৬জন।বুধবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এসময় মহাসড়কে যান চলাচলে তীব্র যানযটের সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে এবং মহাসড়কের যানচলাচলে স্বাভাবিক করে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।