ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের বৃহস্পতিবারের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিত এ পরীক্ষা ২১মে অনুষ্ঠিত হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে বুধবার এ তথ্য জানা যায়।
এতে বলা হয়,পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ২০২২সালের ২২মার্চ প্রকাশিত স্নাতক তৃতীয় বর্ষের(পুরাতন সিলেবাস)অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে অনিবার্য কারণবশত পরির্বতন করা হলো।আরও বলা হয়,আগামীকালের পরীক্ষা ২১মে অনুষ্ঠিত হবে।এ ছাড়া ২০২০সালের স্নাতক তৃতীয় বর্ষের(পুরাতন সিলেবাস)অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তিত থাকবে।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।