কাউনিয়ায় নকল সার ও কীটনাশক বিক্রয়ের উদ্যোশে মজুত রাখার অপরাধে তিন ব্যবসায়ীর ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এসময় সোয়া ২লাখ টাকা মুল্যের ২হাজার ২০৬ কেজি নকল জ্বিং,ব্রন,হরমোন এবং ৫২লিটার নকল কীটনাশক জব্দ করা হয়।পরে জব্দকৃত সার ও কীঠনাশক মাটিতে পুতে ফেলা হয়।
গতকাল সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট তাহমিনা তারিন।এসময় তার সঙ্গে ছিলেন,সহকারী কমিশনার(ভুমি)মেহেদী হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান,উপজেলার টেপামধুপুর,সাহাবাজ ও হারাগাছে বিভিন্ন দোকানে ভেজাল সার ও কীঠনাশক মজুত করে বিক্রি করা হচ্ছে।এমন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেনাজ উদ্দিনের মিতু সার ঘর,হাসান মন্ডলের হারাগাছ মিতু সার ঘর এবং দ্বীপক ভুইয়ার ভুইয়া সার ঘর থেকে সোয়া ২লাখ টাকা মুল্যের ২হাজার ২০৬কেজি নকল জ্বিং,ব্রন,হরমোন এবং ৫২লিটার নকল কীটনাশক জব্দ করা হয়।ভেজাল সার ও নকল কীটনাশক বিক্রয়ের উদ্যোশে মজুত রাখার অপরাধে মীরবাগ বাজারের ভুইয়া সার ঘরের মোহাম্মদ আলী ও তকিপল বাজারের মিতু সার ঘরের মেনাজ উদ্দিন ও টেপামধুপুর বাজারের হারাগাছ মিতু সার ঘরের হাসান মন্ডলের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।অনাদায়ে হাসান মন্ডল ও মেনাজ উদ্দিনকে দুই দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।জব্দকৃত নকল সার ও কীটনাশক গুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন জানান,ভোক্তা অধিকার আইনে ওই তিন ব্যবসায়ীর অর্থদন্ড ও অনাদায়ে বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে।
দৈনিক তোকদার নিউজ ডট কম।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।