এ নিয়ে শালিস-বৈঠকের নামে দীর্ঘ এক মাস ধরে দেনদরবার চললেও কোন সুরাহা হয়নি।গত এক সপ্তাহ আগে স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান ও সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বিষয়টি সমাধান করে দেবেন বলেন জানান।এদিকে গত মঙ্গলবার ওই নববধুর স্বামী বাড়িতে আসলে শহিদুল ইসলামের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।গত সোমবার উভয় ঘটনা নিয়ে শালিস বৈঠকে বসার কথা থাকলেও শহিদুল ইসলাম তা না মানার ঘোষনা দিলে তার পিতা ফুল চাঁন মিয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে ক্ষমা চান এবং তার ছেলে বিচার মানতে নারাজ বলেন জানান।এ নিয়ে ক্ষোভে-দু:খে গতকাল মঙ্গলবার ভোরে বাড়ির পাশে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ফুল চাঁন মিয়া। সকালে তার মরদেহ নামিয়ে বাড়িতে রাখা হয়।পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান,গন্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহ দাফনের অনুমতি দেন থানা পুলিশ।এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরেস চন্দ্র বলেন,ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।এ নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।