রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত ঘটনায় আগাছা নাশক ছিটিয়ে এক কৃষকের ভুট্টা খেত বিনষ্ট করার বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার ৭দিনেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
ফলে অভিযোগ তুলে নিতে ওই কৃষককে অব্যাহত হুমকি-ধামকি দিচ্ছে অভিযুক্তরা।
রোববার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন কৃষক শহিদুল ইসলাম।
তিনি ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করে অভিযুক্তদের শাস্তি চান।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে,উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে শহিদুল ইসলামের আদম মৌজার জেএল নং-১৪৯এর ক্রয়কৃত জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিলেন।সম্প্রতি একই গ্রামের মৃত শফি উল্লাহ ছেলে আব্দুর রাজ্জাক রাজু গং ওই জমিটি দখল নিতে উঠেপড়ে লাগে।
এ নিয়ে শহিদুল ইসলাম রংপুর আদালতে ১৪৪ধারা মতে মিছ পিটিশন মামলা দায়ের করেন।এরপর হইতে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ঘটনার দিন গত ১৩মার্চ বিকেলে বিবাদীগণ শহিদুল ইসলামের উক্ত ক্রয় করা জমিতে প্রবেশ করে সদ্য বেড়ে ওঠা ভুট্টা গাছ কেটে-ভেঙ্গে উপড়ে ফেলে বিনষ্ট করে।এমনকি আগাছা নাশক ছিটিয়ে পুড়ে ফেলা হয় খেতের ফসল।
এতে করে প্রায় লাখ টাকা ক্ষতি হয় বলে জানান শহিদুল ইসলাম।এ বিষয়ে ওই দিন পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
কৃষক শহিদুল ইসলা বলেন,বিবাদীরা আমাকে প্রকাশ্যে হুমকি-ধামকি দিচ্ছে।অভিযোগ তুলে না নিলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।আমি এ ঘটনার বিচার চাই।
আমার ফসলের ক্ষতিপূরণ চাই।
এ বিষয়ে পীরগাছা থানার সহকারি উপ-পরিদর্শক পরিমল কুমার বলেন,কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে ডাকা হয়েছে।বসে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।