বার্তা সম্পাদক:মোঃ রফিকুল ইসলাম লাভলু
রংপুর নগরীতে বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে
আশরাফুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ থানার ওসি রেজাউল করিম। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বাহারকাছনা জুম্মাটারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার শাজাহান মিয়ার ছেলে।
আটকৃতরা হলেন, জুম্মাটারী এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াসিন আলী (২৩), নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮), আমাশু কুকরুল এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন ইসলাম (২১), একই এলাকার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম (১৯), পশ্চিম জুম্মাপাড়া এলাকার মৃত মমিন হোসেনের ছেলে নয়ন হোসেন (২১) ও আলম ওরফে কেতুর ছেলে রাব্বী(২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাহারকাছনা জুম্মাটারী এলাকায় বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ইয়াসিন ও আরিফুলসহ তাদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে দুই ভাই আশরাফুল ও সিয়ামকে কুপিয়ে জখম করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়। বর্তমানে সিয়াম সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা করেছে। বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।