অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে।রবিবার বেলা সাড়ে ৪টার দিকে পৌরসভাধীন ছনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুর পৌরসভাধীন ছনকান্দা এলাকার মো:এজাজ মিয়ার ছেলে রাহী মিয়া(১৫),মো:রাজা মিয়ার ছেলে রোসান মিয়া(১৫) এবং ঢাকার মো:ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ(১৫)।নিহত রাহী ও রোসান জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং আফিফ আহমেদ ঢাকার রেপারেটরী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস জানায়,রবিবার বেলা সাড়ে ৩টার দিকে রাহী,তার চাচাতো ভাই রোসান,ফুফাতো ভাই আফিফ আহমেদসহ ৮চাচাতো-ফুফাতো ভাইবোন জামালপুর পৌরসভাধীন ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে।গোসল করার সময় রাহী, রোসান এবং আফিফ আহমেদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়।খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পর্যায়েক্রমে বেলা সাড়ে ৪টার দিকে নিখোঁজ রাহী,রোসান এবং আফিফের মরদেহ উদ্ধার করে।নিহত রাহী ও রোসান জামালপুর জিলা স্কুলে নবম শ্রেণীর পরীক্ষা দিয়েছে।সোমবার(৩০ডিসেম্বর)তাদের পরীক্ষার ফল প্রকাশ হবে।
এছাড়াও ঢাকার রেপারেটরী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আফিফ আহমেদ জামালপুরের ছনকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।তিন কিশোরের একসাথে এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহিদ পিংকি জানায়,ফায়ার সার্ভিসের মাধ্যমে নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।কিভাবে তাদের মৃত্যু হলো এবং ভবিষ্যতে যাতে এমন মৃত্যুর ঘটনা না ঘটে এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে।এছাড়াও নিহত শিশুদের পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-