অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির প্রতিপক্ষ গ্রুপের ঘুষিতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম(৩৮)নিহত হয়েছেন।শুক্রবার রাতে উলিপুর থানা চত্বরে এক সালিশ বৈঠকে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কিল-ঘুষি শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।এতে আশরাফুল মাটিতে লুটিয়ে পড়ে গেলে তার সঙ্গীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে মর্গে প্রেরণ করেন।নিহত আশরাফুল উলিপুর পৌরসভার কাজীর চক এলাকার আয়নাল হক ওরফে ডিস আয়নালের একমাত্র ছেলে এবং জেলা বিএনপির সদস্য তাসভীর উল ইসলামের অনুসারী বলে জানা যায়।
এদিকে,আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা লাঠি সোটা নিয়ে শহরের একটি হোটেলে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে।
এছাড়াও রাত নয়টার দিকে অপর নেতা আব্দুল খালেক এর অনুসারী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার উলিপুর মধ্য বাজারস্থ বাড়িতে অগ্নি সংযোগ করে ২টি গরুসহ বিভিন্ন সামগ্রী লুটপাট ও উপজেলা পরিষদ সংলগ্ন ফিরোজ কবীর কাজল এর বাড়িতেও অগ্নিসংযোগ করে লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।উভয়পক্ষ সংঘর্ষ ও ভাঙচুর করে।উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো:জিল্লুর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে মামলা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।