অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
চর দখলের ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলায় অন্তত ১০নেতাকর্মী আহত হয়েছেন।শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার চর ফেডারেশন দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়ে দুপুরে বাউফল পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় ছড়িয়ে পরে।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত ছাত্রদল নেতা জয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় ও স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়,পতিত আওয়ামীলীগ সরকারের আমলে কালাইয়া ইউনিয়নের চর ফেডারেশন,চর শৌলা ও চর কালাইয়া এলাকার খাস ও বন্দোবস্তের জমিতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এস ফয়সাল আহম্মেদ মনির মোল্লার নেতৃত্বে চাষাবাদ করা হত।শেখ হাসিনার পতনের পর এসব চর দখলে মরিয়া হয়ে উঠে স্থানীয় বিএনপির কয়েক পক্ষের নেতারা।ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম আহমেদ তুহিনের অনুসারী যুবদল নেতা স্বপন,ফরিদ,শ্রমিক দল নেতা বিপ্লব চর ফেডারেশন দখলে নিয়ে চাষি দিয়ে তরমুজ আবাদ করেন।সকাল ১০টার দিকে তুহিন অনুসারীদের নিয়ন্ত্রণে থাকা চরফেডারেশন দখলে নেওয়ার চেষ্টা করেন কালাইয়া ইউনিয়ন যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা।এতেই তুহিন অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ পঞ্চায়েত, ছাত্রদলের জয় (২৪),রেদোয়ান(২৫),ইয়াসিন(২৪) ও মো:সজল(২৩)সহ কমপক্ষে ১০ আহত হন।এদের মধ্যে গুরুতর আহত ছাত্রদল নেতা জয়কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম আহমেদ তুহিনের উপর হামলা চালায় ৪০/৪৫জনের একটি দল।আত্মরক্ষার জন্য বিএনপি নেতা তুহিন স্থানীয় একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে আরেক দফা তার উপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।ওই দোকানে প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় তুহিনকে।এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের গালাগাল করে তাদের ওপর চড়াও হয় মুজাহিদের লোকজন।পরে পুলিশ ওই দোকানে গিয়ে বিএনপি নেতা তুহিনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বলেন,তুহিনের নেতৃত্বে চর ফেডারেশন এলাকায় তার কয়েকজন কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে।ওই ঘটনার জেরে বিক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের তোপের মুখে পড়েছেন তুহিন।তিনি তাকে(তুহিন)রক্ষা করেছেন এবং ধরে থানায় নিয়ে যেতে চেয়েছেন।মারধরের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
বিএনপি নেতা জসীম উদ্দিন তুহিন বলেন,ছাত্রদলের কয়েকজন কর্মী ধান লুট করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন।তিনি ঘটনার সঙ্গে জড়িত না।জীবন বাঁচানোর জন্য ক্লিনিক ও দোকানের মধ্যে আশ্রয় নিয়েও রক্ষা হয়নি।স্থানীয় লোকজন ও পুলিশ না থাকলে হয়তো আমাকে মেরে ফেলতো ওরা।
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন,জসীম আহমেদ তুহিন একজন ভদ্র নেতা।তাকে অপমান অপদস্ত এটা মেনে নেওয়া যায় না।এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মো:আতিকুল ইসলাম বলেন,অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।বিএনপি নেতা তুহিন পুলিশের হেফাজতে আছেন।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থ নেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।