অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও ২০২৫সালের মধ্যেই ভোট চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, তাদের সব সাংগঠনিক কর্মকান্ড এখন জাতীয় নির্বাচন ঘিরে।
অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে।আর অন্য কারণ হলো দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ।সব মিলিয়ে আগামী বছরই ভোট চায় বিএনপি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন,আমরা সবাই প্রত্যাশায় আছি নতুন বছর ২০২৫সালের দিকে।নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য নতুন বার্তা নিয়ে আসবে।১৮কোটি মানুষের প্রত্যাশা বিবেচনায় এনে ২০২৫সালের মধ্যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার ফিরিয়ে দেবেন-এমনটাই প্রত্যাশা করি।জানা গেছে,আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতা-কর্মীকে নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি।
নানা কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি।কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।এ জন্য জনইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে।এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি।
বর্তমান সরকার ছয়টি খাতে সংস্কারের ঘোষণা দেয়,যাতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়।গণমাধ্যমসহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য কয়েক দিন আগে আরও ছয়টি কমিশন গঠন করা হয়েছে।
তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে,সেটা চায় না বিএনপি।দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। এজন্য যৌক্তিক সময় দিতে রাজি।
পাশাপাশি বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনি রোডম্যাপ দাবি করেছে।এরই মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,ডিসেম্বরের মধ্যে রোডম্যাপের ঘোষণা না এলে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি।
বিএনপি নেতৃত্ব মনে করে,এক-এগারোর সময় ক্ষমতাসীনরা দুই নেত্রীকে (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা)মাইনাস করতে কিংস পার্টি গঠন করেছিল।যদিও শেষ পর্যন্ত সেটি সফল হয়নি।এবারেও সে রকম কোনো বিষয় থাকতে পারে বলে এরই মধ্যে রাজনৈতিক মহলে শঙ্কা তৈরি হয়েছে।সে ক্ষেত্রে বিএনপি চাইছে সম্ভাব্য কিংস পার্টি গঠনের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক।রোডম্যাপ ঘোষণা হলে সব দল নির্বাচনি কার্যক্রমে ব্যস্ত হয়ে যাবে।ফলে এক-এগারোর ভয় অনেকটাই কেটে যাবে।
দায়িত্বশীলরা বলছেন,দেশের পরিস্থিতি অনুকূলে থাকতে থাকতে দ্রুত নির্বাচন চায় বিএনপি।এ জন্য গণ-অভ্যুত্থানে প্রকাশ্যে-অপ্রকাশ্যে ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর জন্য সমতল মাঠ তৈরি করতে নির্বাচনকেন্দ্রিক সংস্কারও চায় দলটি।এ ক্ষেত্রে বেশি সময় দিতে চায় না বিএনপি।ডিসেম্বরে সংস্কার সম্পন্ন হওয়ার পর আগামী বছরের শুরুতে রোডম্যাপ এবং বছরের মধ্যেই ভোট চায় দলটি।
দলের গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন,সরকারের সংস্কার কার্যক্রম দেখে তারা নির্বাচনের দাবি তুলবেন।এ জন্য সামনের দিনগুলোতে সরকারের প্রতি চাপ বাড়ানো হবে।সরকার রোডম্যাপ ইস্যুতে যদি তাদের অবস্থান স্পষ্ট না করে,তাহলে পরিস্থিতি যে কোনো সময় গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির বিপক্ষে চলে যেতে পারে।তিনি বলেন,ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচনকেন্দ্রিক সংস্কার কাজগুলো সম্পন্ন করে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করুক।অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হয়,তাহলে ওই সরকার মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট বিপ্লবের মর্মবাণী বুকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ গড়তে অন্যান্য সংস্কার কাজ করবে ও দেশ পরিচালনা করবে।
চানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন,সরকারের কিছু কিছু উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।ভোট তাড়াতাড়ি হবে-নাকি আরও দেরি হবে? আমরাও বলছি,যদি নির্বাচন দীর্ঘায়িত হয় তাহলে পতিত স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে।আমাদের দাবি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।