অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরা সবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।এরপর বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন।আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।
তিনি আরও বলেছেন,এটি একটি বিশাল বিজয়।ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও একই রকম মন্তব্য করেছেন।
তিনি বলেছেন,মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশাল বিজয়ের জন্য অভিনন্দন।পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়।
এদিকে,যদিও ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন-তবে রিপোর্ট লেখা পর্যন্ত তিনি প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোটে জয় পাননি। এখনও ২৭০টি ভোট থেকে চারটি ভোট কম আছে তার।কমালা হ্যারিস পেয়েছেন ২১৯টি ভোট।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-