অনলাইনডেস্ক:-www.tokdernews.comআমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
মিরপুরে স্বভাবতই থাকে স্পিনারদের দাপট।মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্টেও ছিল তেমন প্রত্যাশিতই।
কিন্তু টস জিতে ব্যাটিংয়ে নামার পর বাংলাদেশের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডার।
তারা দু'জন মিলেই ছয় উইকেট পেয়েছেন।তাদের বলে গতি ছিল, মাঝেমধ্যে বাউন্সও ছিল অসম।পেসারদের এমন সুবিধা পেতে দেখে কিছুটা বিস্মিতই হয়েছেন রাবাদা।আরেকটু ভিন্ন উইকেটের আশা ছিল তার,এটিও লুকাননি।
তিনি বলেন,উইকেটের আচরণ দেখে আমরা বিস্মিত হয়েছি।আমরা আশা করেছিলাম বল ঘুরবে।তবে পেসাররাও মুভমেন্ট পাবে ভাবিনি।
নতুন বলে মুভমেন্ট ছিল।তেমন সুইং ছিল না।তবে অফ দা উইকেট কিছুটা সিম মুভমেন্ট ছিল।
সত্যি বলতে,নেটে এরকমই ছিল উইকেট।নেটের সঙ্গে মাঠের উইকেট প্রায় মিলে গেছে।স্পিনারদের জন্য টার্ন ছিল এবং সিমাররাও সিম মুভমেন্ট পাচ্ছিল।
আমাদের জন্য এটি কিছুটা বিস্ময়কর ছিল।আমরা উইকেট তৈরি করিনি।এই ম্যাচের জন্য এই উইকেট তৈরি করা হয়েছে। এই তো।
মিরপুর টেস্টের প্রথম দিনে সবমিলিয়ে ১৬জন ব্যাটার আউট হয়েছেন। শুরুতে ১০৬রানে অলআউট হয়েছে বাংলাদেশ,এরপর ৬উইকেট হারিয়ে ১৪০রান করেছে দক্ষিণ আফ্রিকা।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-