নিজস্বপ্রতিবেদক:-www.tokdernews.comআমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
অনার্স চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।তার সিজিপিএ ৩.৩০,তিনি সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃশওকাত আলীর অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশকালে উপাচার্য বলেন,মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই।কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো।৬৯জন শিক্ষার্থীর মাঝে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে।
এটা আমাদের ভালো লাগার বিষয়।কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত।আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।
ফলাফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড.মোঃতাজুল ইসলাম,প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড.মিজানুর রহমান,ছাত্রউপদেষ্টা ড.ইলিয়াছ হোসেন এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃফিরোজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,গত ১৬জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের ২০১৯-২০শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ।আবু সাঈদ নিহত হওয়ার পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।এর ধারাবাহিকতায় গত ৫আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।
পতন হয় তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।