নিজস্বপ্রতিবেদক:–www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
রংপুর জেলা পুলিশের সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি)বদলি করা হয়েছে।বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর)পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো:আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বজলুর রশিদকে রংপুর রেঞ্জ(ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার)ঠাকুরগাওঁয়ে,তারাগঞ্জ থানার ওসি ছিদ্দিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার ওসি আবু হাসান কবির এবং গঙ্গাচড়া থানার ওসি মাসুমুর রহমানকে সিআইডিতে, পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকারকে এপিবিএনে,মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে এন্টি টেররিজম ইউনিট,পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত,গত ৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে প্রশাসনের বিভিন্ন বিভাগে বদলি শুরু হয়।রংপুরের
বিভাগীয় কমিশনার,ডিআইজি,পুলিশ কমিশনার জেলা প্রশাসক,পুলিশ সুপারদের বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এবার রংপুরের ৭ থানার ওসিকে বদলি করা হলো।তবে পুলিশ প্রশাসনের মতে এসব বদলি স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।