অনলাইনডেস্ক:-www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে খুলনার তেরখাদার মধুপুর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী মীরকে(৪০)কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।এসময় ধারালো অস্ত্রের আঘাতে আরও চারজন গুরুতর জখম হয়।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক আলী মধুপুর ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ৬ নম্বর মধুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।
বৃৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বাড়ি কোলা বাজারের কাছেই তেরখাদার মধুপুর গ্রামে।
জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে হামলা করে।এসময় ফারুক আলীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়।তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আলীকে মৃত ঘোষণা করেন।
আহতরা হচ্ছেন-নিহতের বাবা গাউস মীর(৭০),নুরু মোল্লা(৪০),জসিম মীর(৪০)ও ইলিয়াছ(৫০)।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বাবুল আক্তার জানান, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।কয়েকদিন আগেও এই গ্রামে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।