অনলাইনডেস্ক:-www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
বন্যার কারণে মহাসড়কের ওপর উপড়ে পড়া গাছ এবং পানির মধ্যে বিকল হয়ে পড়ে থাকা যানবাহন সরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে বিজিবি।
শনিবার বিকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)এর অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি রেসকিউ টিম ফেনীর মহিপাল লালপুর সেতু নামক স্থানে বন্যার কারণে উপড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর পড়ে থাকা গাছ কেটে সরিয়ে ফেলে।
এছাড়া বিজিবি সদস্যরা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে পানির মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকা বিভিন্ন যানবাহন ধাক্কা দিয়ে সরিয়ে রাস্তার একপাশে নিয়ে যায়।ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশের দুই লেন যান চলাচলের উপযোগী হয়।বর্তমানে বর্ণিত স্থানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।