প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৪, ৪:৫৪ পি.এম
প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি কিন্তু তারা সবাই তো আওয়ামী লীগপন্থী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস ইয়া আবার তার দলেও ভাইরাস নিয়ে আসবেন
নিজস্ব প্রতিবেদক:- -www.tokdernews.com আমরাসবসময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে একটি সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে যারা তারা সবাই তো আওয়ামী লীগ পন্থী সংখ্যালঘু অধিকার আন্দোলন।
রোববার(১৮আগস্ট)অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ দাবি জানান সংগঠনটির নেতারা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ওপর হামলার বিচার এবং তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতসহ আট দফা দাবি পেশ করেন ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
এ দাবির পরিপ্রেক্ষিতে অধ্যাপক ড.ইউনূস তাদের আশ্বস্ত করেন যে, তার সরকার ধর্মীয় সংখ্যালঘু সদস্যসহ প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান,তার সরকার সংখ্যালঘুদের যে কোনো আক্রমণ এবং সহিংসতা থেকে সুরক্ষা দিতে এরইমধ্যেই কয়েকটি ব্যবস্থা নিয়েছে। পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে দেশে।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক,টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
গত ৫আগস্ট শেখ হাসিনার(সাবেক প্রধানমন্ত্রী)পদত্যাগের মাধ্যমে দীর্ঘ ১৫বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটে।সফল ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী এ দুই উপদেষ্টাও ছাত্র-নেতৃত্বাধীন সংখালঘু অধিকার আন্দোলনকে আশ্বস্ত করেছেন যে,তারা সকল দাবি পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন।
এর আগে গত ১৩আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংগঠনের সমন্বয়ক ও নেতারা বলেন,প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের আশ্বাসের প্রেক্ষিতে ৮দফা দাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনের চলমান কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ সময় তারা জানান,প্রধান উপদেষ্টার কাছে তাদের ৮দফা দাবি তুলে ধরা হয়েছে এবং সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো তুলে ধরেছেন।প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন,এমন দেশ গড়ে তোলা হবে যেখানে হিন্দুদের মন্দির ও অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দেয়ার প্রয়োজন পড়বে না।
তারা জানান,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের চারটি গ্রুপ প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং ঘণ্টাব্যাপী আলোচনার মাধ্যমে তাদের যাবতীয় দাবি তুলে ধরেছেন।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com