প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ১২:২৩ এ.এম
এইমাত্র জানা গেল আজ সকালে রংপুরের আবু সাঈদের বাড়িতে আসছেন প্রধান উপদেষ্টা সাঈদের পরিবার চাচ্ছি কি খবরটি পড়ুন
নিজস্ব প্রতিবেদক :- www.tokdernews.com আমরা সব সময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের রংপুরের পীরগঞ্জের গ্রামের বাড়িতে যাচ্ছেন শনিবার(১০আগস্ট)।
প্রধান উপদেষ্টার পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে আসার বিষয়ে শুক্রবার(৯আগস্ট)রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড.মুহাম্মদ ইউনূস শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জের বাবনপুর আসবেন।এখানে এসে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন।
এর আগে বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কারী শিক্ষার্থীদের সাথে আলাপকালে ড.মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় তিনি বলেন,আবু সাঈদের কথা মনে পড়ছে।যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে।এটা কেউ ভুলতে পারবে না।কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক।বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোনো তরুণ-তরুণী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে,যত গুলি মারো-মারতে পারো। আমরা আছি।
উল্লেখ্য,বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ।আন্দোলন চলাকালে গত ১৬জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ,ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।পরদিন ১৭জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025 www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com