অনলাইনডেস্ক:-tokdernews.com আমরা সব সময় দেশের জনগণের সত্য নিষ্ঠার সঙ্গে ও পাশে আছি।
আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন।পদত্যাগকারী ৫ বিচারপতি হলেন-বিচারপতি এম ইনায়েতুর রহিম,বিচারপতি আবু জাফর সিদ্দিকী,বিচারপতি জাহাঙ্গীর হোসেন,বিচারপতি মো:শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
শনিবার বিকালে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগপত্র দেওয়ার তথ্য জানা গেল।বিচারপতিদের ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে,বিকালে পাঁচ বিচারপতি পদত্যাগপত্র পাঠান।
এর আগে আজ বেলা আড়াইটার দিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন।
প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে আজ সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা দেড়টার দিকে জানা যায়,প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।বেলা দুইটার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।