অনলাইনডেস্ক :- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।এতে গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
রবিবার সকাল পৌনে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো:আবু হেনা জামাল।তিনি বলেন,সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ২৫থেকে ৩০জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়।এদের মধ্যে দু’জন মৃত ছিল।তাদের বয়স ২২-২৫ বছর।আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে,পূর্ব ঘোষণা অনুযায়ী মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা।এ সময় তাদের বাধা দিতে যায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।দফায় দফায় বিস্ফোরণ হয় কয়েকটি ককটেল।আগুন দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।