প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৬:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৪, ১০:৩৯ পি.এম
এইমাত্র জানা গেল ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে নিখোঁজ
অনলাইনডেস্ক:-ঝিনাইদহ-৪আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে তাঁর পরিবার।পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশকে(ডিবি)জানানো হয়েছে,চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন।এ নিয়ে স্বজনেরা উদ্বিগ্ন।
আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস আজ রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) কার্যালয়ে যান।তিনি ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) অতিরিক্ত কমিশনার(ডিবি)মোহাম্মদ হারুন-অর-রশীদের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।
মুমতারিন ফেরদৌস ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, তাঁর বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন।বিষয়টি জানাতে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন।
ডিবি মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে একটি বাংলাদেশি মুঠোফোন ও একটি ভারতীয় মুঠোফোন ব্যবহার করেন। নম্বর দুটি কখনো বন্ধ আবার কখনো খোলা পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের পুলিশ বাহিনীর সঙ্গেও কথা বলা হচ্ছে।আনোয়ারুল আজিমের কী হয়েছে,সেটা জানার চেষ্টা চলছে।
আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আবদুর রউফ সাংবাদিকদের বলেন,১২মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান।১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।তবে ১৬মে সংসদ সদস্যের মুঠোফোন থেকে আবদুর রউফের কাছে ফোন আসে।তিনি ফোন ধরতে পারেননি।পরে আবার তিনি ফোন করলে মুঠোফোনটি বন্ধ পান।এর পর থেকে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।২০১৪সাল থেকে ঝিনাইদহ-৪আসনের সংসদ সদস্য তিনি।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025:-www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com