প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৪, ৬:০৮ পি.এম
এবারে পুরো দেশে এসএসসি-সমমানে গড় পাসের হার ৮৩.০৪
অনলাইনডেস্ক:- ২০২৪সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩দশমিক শূন্য ৪।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এবারের এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে।সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়। সেখানেই তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।
পূর্বঘোষণা অনুযায়ী,বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ফলাফল প্রকাশ করা হয়।অনলাইনেও ফলাফল প্রকাশিত হয়েছে।এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।
দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
গত ১৫ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা।লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২মার্চ।ব্যবহারিক পরীক্ষা ১৩থেকে ২০মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।
১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০লাখ ২৪হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল।এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১৬লাখ ৬হাজার ৮৭৯জন।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী ২লাখ ৪২হাজার ৩১৪জন।কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি(ভোকেশনাল)ও দাখিল (ভোকেশনাল)পরীক্ষায় অংশ নিয়েছিল ১লাখ ২৬হাজার ৩৭৩জন।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2025:-www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com