নিজস্বপ্রতিবেদক:- পীরগাছা উপজেলার ৯নং কান্দি ইউনিয়ন আসন্ন. ১৬-০৪-২০২৪ইং রোজ:মঙ্গলবার,কান্দি বারণিমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ বিষয়ে অত্র উপজেলার ৯নং কান্দি ইউনিয়নের বিভিন্ন পেশাজীবীরা জানান,বারণি মেলা এলে অনেক ঝুঁকির মধ্যে থাকতে হয়।কারণ এই কান্দি বারণি মেলার আরেক আতঙ্কের নাম হলো জুয়া,জুয়া,জুয়া,যা শুরু হয় কান্দি বারণি মেলার দুই দিন আগে/দুই-তিন দিন পরও এই জুয়া চলে।
এদিকে,উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা অনলাইন তোকদার নিউজ পোর্টালের পরিচালকের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন,আমি এই পীরগাছা উপজেলার একজন উপজেলা নির্বাহী অফিসার,আমি শুধুই কান্দি বারণিমেলা করার অনুমতি দিয়েছি,তবে এই ঈদের আনন্দ মুহূর্তে মাসে শুধু কান্দি বারণিমেলা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে বলা হয়েছে।কান্দি বারণি মেলায় জুয়া,পুতুল নাচ,সায়াবাজি-এ ধরনের অশ্লীলতা যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।জুয়া,পুতুল নাচ,এ ধরনের অশ্লীলতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃআব্দুস সালাম আজাদ(জুয়েল)জানান,এ ইউনিয়নে যাতে কোনো জুয়া পুতুল নাচ,এ ধরনে কোন ঘটনা না ঘটে সেজন্য তিনি গ্রাম পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন এবং সামাজিক সচেতনতা সৃষ্টির নির্দেশ দিয়েছেন।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃনজরুল ইসলাম খান সাহেব ও একই কথা বলেছেন,এসব অশ্লীল/অবৈধ কর্মকাণ্ড ঘটলে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃহাইফুল ইসলাম খান (ইকবাল)তিনি বলেন,কেউ যদি দলের কথা বলে এসব অশ্লীল/অবৈধ কর্মকাণ্ড করে তাহলে উপজেলার মানুষের অনেক আর্থিক ক্ষতি হবে। এটি পরবর্তীতে পারিবারিক কলহ ও এলাকায় চুরির ঘটনা বাড়বে।অত্র ইউনিয়নের বীট ইনচার্জ অফিসার,মো:ফারুক হোসেন বলেন,আমি এই ইউনিয়নের ইনচার্জ অফিসার এবং এসব অশ্লীল/অবৈধ কর্মকাণ্ডের ব্যাপারে আমি সজাগ আছি।
মেলার ইজারাদার মোঃজিয়ারুল হক জিয়া বলেন,মেলায় কোনো ধরনের অসামাজিক,অশ্লীল/অবৈধ কাজ হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।
ঐতিহ্যবাহী কান্দিরহাট ইজারাদার মোঃসাব্বির আহমেদ রাব্বি বলেনযে,উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাদের এই ঐতিহ্যবাহী কান্দির হাটের দিকে একটু সহানুভূতি দেখান তাহলে আমি ইনশাআল্লাহ এই ঐতিহ্যবাহী কান্দির হাটকে একটি ডিজিটাল থেকে স্মার্ট কান্দিরহাট গড়ে তুলবো ইনশাল্লাহ।
বিশেষ প্রয়োজনে ফোন করুন :-
01320131551,
01722612314,
01787402071,
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2024:-www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-