অনলাইনডেস্ক:- বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের(বিটিসিএল)ইন্টারনেট ব্যান্ডউইথ জিপনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের ঘোষণা হয়েছে।
বুধবার(২১ফেব্রুয়ারি)ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন প্যাকেজ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জিপন প্যাকেজে কোন এমবিপিএসে কত :-
পলক জানান,বিটিসিএলের ইন্টারনেট ব্যান্ডউইথ জিপনের বিশেষ সাশ্রয়ী প্যাকেজের আওতায় ৫.এমবিপিএসের বিদ্যমান মূল্যে ৫০০টাকা থেকে কমিয়ে ৩৯৯টাকা নির্ধারণ করা হয়েছে।এখন সাশ্রয়ী এই প্যাকেজের আওতায় ১০.এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউথ পাওয়া যাবে ৫০০টাকায়।১০.এমবিপিএস ইন্টারনেটের বিদ্যমান মূল্য ৮০০টাকা।
প্রতিমন্ত্রী আরও জাননা,তবে এখন থেকে ১৫.এমবিপিএস পাওয়া যাবে ৮০০টাকায়।১২৫০টাকার ২০.এমবিপিএস মিলবে ১০৫০টাকায়।১৪৫০ টাকার ২৫.এমবিপিএস মিলবে ১৩০০টাকায়।
১৬৫০টাকার৩০.এমবিপিএসের নতুন মূল্য ১৫০০টাকা।২০৫০টাকার ৪০.এমবিপিএসের মূল্য ২০০০টাকা।২৪৫০টাকার ৫০.এমবিপিএস মিলবে ২৪০০টাকা।
জিপনের নতুন ঘোষিত প্যাকেজের এ সুযোগ সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2024:-www.tokdernews.com
সাহসিকতা•সততা•সাংবাদিকতা:-