অনলাইনডেস্ক:- ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য প্রাথমিকভাবে ২৬এপ্রিল ঠিক করা হয়েছে।প্রিলি পরীক্ষা উপলক্ষে প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি)।
পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে আগামী ২৬এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে।তবে এটি এখনো নিশ্চিত নয়।কারণ পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের মতামত নেওয়ার বিষয় রয়েছে।২৬এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের জন্য কক্ষ চেয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
৪৬তম বিসিএসে ৩লাখ ৩৮হাজার আবেদন জমা পড়েছে।এই বিসিএসে ৩হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।এ ছাড়া সহকারী সার্জন ১হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬জন নেওয়া হবে।এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০জন নেওয়া হবে।প্রশাসনে ২৭৪জন,পররাষ্ট্রে ১০পুলিশে ৮০আনসারে ১৪,মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫জন নেওয়া হবে। সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2024:-www.tokdernews.com