অনলাইনডেস্ক:- চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ে কৃষকদের অফ-পিক আওয়ারে(রাত ১১টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত)সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে জানানো হয়,চলতি মৌসুমে কৃষকদের রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট।এখনও শীত ঠিকমতো শেষ হওয়ার আগেই এমন পরিস্থিতি অনেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।এ কারণেই মূলত মন্ত্রণালয় থেকে কৃষকদের এই ৮ঘণ্টা সেচ যন্ত্র পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে। সূত্র:-অনলাইন তোকদার নিউজ।
Copyright © 2015-2024:-www.tokdernews.com