কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামে ফুলবাড়ীতে এক অসহায় সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিয়োগ পাওয়া গেছে।সংখ্যালঘু পরিবারটি ০৬ফেব্রুয়ারি ২০২৪ইং মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব ফুলবাড়ী বরাবর লিখিত অভিয়োগ দায়ের করেন।অভিয়োগ সুত্রে জানা গেছে,ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের লক্ষীকান্ত রায় এর ছেলে বীরেন্দ্রনাথ রায় তাহার নিজ নামে ২৮শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ দিন ধরে দখল ভোগ করে আসছে।যার খারিজ খতিয়ান নং ৯৮৯ ও ৯৯০দাগ নং ৪১৬৬,জে এল নং ১৬,মৌজা যোতইন্দ্রনারায়ণ।এই তপশীল বর্ণিত সম্পতি রাস্তা সংলগ্ন হওয়ায় বাড়ি করার জন্য মাটি ভরাট করে একটি গোডাউন ঘর উত্তোলন করেন বীরেন্দ্রনাথ।এই জমি ক্রয়ের পর থেকে ভূমিদস্যু(১) মো:হাবিবুর রহমার,পিতা মৃত ফরিয়া মামুদ,(২)মো:গোলজার হোসেন পিতা মৃত ফরিদ মামুদ,(৩)মো:মুজিবর রহমার পিতা মৃত আবুল কাদের সর্ব সাং যোতইন্দ্র নারায়ন,(৪)ইকবাল হোসেন পিতা মৃত আবুল হোসেন,(৫)মো:আনোয়ার হোসেন পিতা মৃত কিছমত আলী(৬)মো : রিপন মিয়া পিতা মৃত আবুল হোসেন(৭)রহিমুল ইসলাম পিতা মৃত আবুল হোসেন(৮)মো:ফরহাদ হোসেন পিতা মৃত ফজলু হোসেন অজ্ঞাতনামা ১০/১৫ জন সাং সোনাই কাজী সকলের থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম।এই ভূমিদস্যুরা জমি জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে।এ বিষয়ে ধীরেন্দ্রনাথ রায় বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন।গোটান গোডাউন ঘর ভাড়া নেয়া রইছ উদ্দিন জানান,অভিযোগের সময় আমি সাক্ষী হয়েছিলাম অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে পুলিশ ধরে চারান দেয়,জামিন হয়ে এসে তারা আমাকে ভাড়াকৃত আমার গোডাউন ঘর খুলতে নিষেধ করছে এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়েই যাচ্ছে।
জমির মালিক হিন্দু সম্প্রদায়ের বাদী বীরেন্দ্রনাথ রায় জানান,ফুলবাড়ী থানায় লিখিত অভিয়োগ দায়ের করার পরও এই শক্তিশালী ভূমিদস্যুরা রাতের আধারে জমি দখল করে জমির উপর একটি ঘর নির্মাণ করে। এখন তারা সংখ্যালঘু পরিবারটিকে প্রকাশ্যে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি প্রর্দশন করে আসছে,তাছাড়াও তারা আমার জমিতে বিভিন্ন প্রকার গাছ রোপন করে যাচ্ছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,এই জমা জমির বিষয়ে ফুলবাড়ী থানা একটি মামলা দায়ের হয়েছে,এই মামলার আলোকে তিনজন আসামিকে ধরে নিয়ে এসে চালান দেওয়া হয়েছে।জামিনে এসে তারা আবারও হিন্দু পরিবারটি ও অভিযোগের সাক্ষীকে বিভিন্ন ধরণের হুমকি ঘামকি দিচ্ছেন এমন প্রশ্নে তিনি জানান,এবিষয়ে একটি অভিযোগ দিলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Copyright © 2015-2024:-www.tokdernews.com