অনলাইনডেস্ক:- জাতীয় পার্টির সাবেক মহাসচিব দল থেকে বহিস্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা আর রাজনীতি করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে মুঠোফোনে মসিউর রহমান রাঙ্গার প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন,যে দলে গণতন্ত্র নেই সেই দল করে কী হবে।জাতীয় পার্টিতে কোনো গণতন্ত্র নেই।তাই আগামীতে রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ,দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-১গঙ্গাচড়া আসন থেকে মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।সেখানে আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে তিনি পরাজিত হন।এর পরে থেকে রাঙ্গাকে আর রাজনীতির মাঠে দেখা যায়নি।নিজেকে এক প্রকার গুটিয়ে রেখেছিলেন।রবিবার জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের বহিস্কৃত নেতাকর্মীদের নিয়ে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করার অনুষ্ঠানে মশিউর রহমান রাঙ্গা ছিলেন না।
Copyright © 2015-2024 tokdernews.com