অনলাইনডেস্ক:- নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামীকাল সোমবার হবে।
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হবে।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়।এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের অনানুষ্ঠানিক বৈঠক করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১১জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়।এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫জন মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন।
Copyright © 2020-2024 tokdernews.com